রবিবার চট্টগ্রামে যাচ্ছে করোনার টিকা, দেওয়া হবে ১৫ কেন্দ্রে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ০৮:৪৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
চট্টগ্রামে ভ্যাকসিন যাবে রবিবার
চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকার প্রথম চালানটি আসছে রবিবার। প্রথম চালানে থাকছে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা। নগরের ১৫টি কেন্দ্রে দেওয়া হবে করোনার এই টিকা। এমনটা জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।
তিনি জানান, ৩৮ কার্টনে মোট ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা আসবে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হবে এসব টিকা। চাহিদা অনুযায়ী পাঠানো হবে বিভিন্ন উপজেলায়।
তিনি আরও জানান, চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে নগরীতে এ কার্যক্রম তত্ত্বাবধান করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং উপজেলায় ইউএনও।
নগরীর ১৫ কেন্দ্রে মোট ৪২টি টিম কাজ করবে। আর ১৪টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেওয়া হবে করোনার টিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে।
রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। তাই অগ্রাধিকারের জন্য 'সুরক্ষা' অ্যাপ্লিকেশন অথবে ওয়েবসাইটে অনলাইন নিবন্ধন করতে হবে। মোবাইলে অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। (www.surokkha.gov.bd)
যে ১৫ কেন্দ্রে করোনা ভাইরাসসের টিকা দেওয়া হবে
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল।