অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার  

শীর্ষে ওঠার লড়াইয়ে আজ আর্সেনালের মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় এমিরেটসে ম্যাচটি শুরু হবে। অপর ম্যাচে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রাত ৯ টায় ম্যানসিটি খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।

আর্সেনাল-ম্যানইউ ম্যাচটিকে ঘিরে জমজমাট লড়াইয়ের অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। চেনা মাঠে রেড ডেভিলদের বধ করে ৩ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের উপরের দিকে উঠে আসতে চাইবে মিকেল আর্তেতার শিষ্যরা। অপরদিকে হারানো শীর্ষস্থান ফিরে পেতে পয়েন্ট সংগ্রহ করতে চাইবে ওলি গানারের শিষ্যরা।

শেফিল্ডের কাছে ২-১ গোল হারের পর শীর্ষস্থান হারিয়েছিলো দুর্দান্ত ফর্মে থাকা পগবা-ফার্নান্দেজরা। তাই রাজত্ব ফিরে পেতে আর্সেনালের বিপক্ষে জয়ের জন্য মরীয়া হয়ে থাকবে রেড ডেভিলরা। নভেম্বরে শেষ দেখায় আউবেমায়ং নৈপুণ্যে পরাজয় বরণ করেছিলো ম্যানইউ। শুধু তাই নয়, ২০১৮ সালের পর লিগে আর্সেনালের বিপক্ষে আর জয় পায়নি তারা। তাই কাজটা একদম সহজ হচ্ছেনা।

অপরদিকে শুরুর ক্ষরা কাটিয়ে লিগে ফিরতে শুরু করেছে আর্সেনাল। শেষ ম্যাচে সাউদাম্পটনকে হারিয়েছে তারা।

আজ শনিবার রাতে দুই ম্যানচেস্টারের লড়াই উপভোগ করতে পারবেন দর্শক। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটিজেনরা। অপরদিকে ১ ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট তুলেছে রেড ডেভিলরা।