ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ০১:২৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সিনেমাটি হবে পলিটিক্যাল ড্রামা। তিনি বলছেন, এর নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি কোনো বায়োপিক হবে না। এতে আরও বহু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।
’থালাইভি’র শুটিং শেষে আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন কঙ্গনা। তিনি বলেন, হ্যাঁ, আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। স্ক্রিপ্ট লেখা শেষ পর্যায়ে। এটি ইন্দিরার বায়োপিক নয়। আসন্ন চলচ্চিত্রটি হবে রাজনৈতিক ঘরানার। এ ফিল্ম বর্তমান ভারতের রাজনীতির প্রেক্ষাপট বুঝতে আমাদের সহায়তা করবে।
এক বিবৃতিতে তিনি বলেন, অনেক নামীদামি শিল্পী এ সিনেমায় অভিনয় করবেন। আর অবশ্যই সবচেয়ে আইকনিক নেতার চরিত্রে রূপদান করতে যাচ্ছি আমি। আমরা সবাই জানি, ভারতীয় রাজনীতির ইতিহাস অনেক সমৃদ্ধ।
’হিরোইন’ খ্যাত অভিনেত্রী বলেন, একটি বইয়ের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। তবে কোন বইটি তা উল্লেখ করেননি তিনি। ফিল্মটি প্রযোজনাও করবেন কঙ্গনা। তাতে অপারেশন ব্লু স্টারের কাহিনীও উঠে আসবে।
এ চলচ্চিত্রের গল্প লিখছেন সাই কবির। চিত্রনাট্যও লিখছেন তিনি। এর আগে কঙ্গনাকে নিয়ে ‘রিভলবার রাণি’ নির্মাণ করেন মেধাবী এ নির্মাতা। সেটি ব্যাপক ব্যবসাও করে। তবে সিনেমাটিতে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরাজি দেশাই ও লাল বাহাদুর শাস্ত্রীর চরিত্রে কারা অভিনয় করছে তা জানা যায়নি।
এরই মধ্যে ভোপালে উড়ে গেছেন কবির। সেখান ‘ধাকড়’ সিনেমায় শুটিং করছেন কঙ্গনা। আসন্ন প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসেছেন তিনি। চিত্রনাট্য প্রস্তুত বলে জানিয়েছেন।
কঙ্গনার বৃহস্পতি এখন তুঙ্গে। ’ধাকড়’ বাদে তার পাইপলাইনে আছে ‘তেজাস’ ছবি। সেই সঙ্গে রয়েছে ‘অপরাজিতা অধ্যায়’। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ‘মনিকারনিকা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করতে যাচ্ছেন। এর নামকরণ করা হয়েছে ‘মনিকারনিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’।