ইব্রাহিমোভিচ ও লুকাকু নিষিদ্ধ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১২:১৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
কোপা ইতালিয়ায় মিলান ডার্বিতে সাবেক সতীর্থ জালাতান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকুকে একে অপরের উপর চড়াও হতে দেখা যায়। বর্ণবাদের অভিযোগ ওঠে সুইডিশ সেনসেশন ইব্রার বিরুদ্ধে। এবার ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন উভয় খেলোয়াড়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটিতে লুকাকুর ওপর চড়াও হয়ে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেছিলেন এসি মিলান তারকা জালাতান। দ্বিতীয়ার্ধে আরেকটি ফাউল করলে তাকে দ্বিতীয় হলুদের পরিণতি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এরই ধারাবাহিকতায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এ সুইডিশ।
অপরদিকে মিলান ডার্বি ম্যাচের আগেই কোপা ইতালিয়ার আসরে একটি হলুদ কার্ডে বুকড ছিলেন লুকাকু। এসি মিলানের বিপক্ষে দেখেন আরেকটি। তাই নিয়মানুসারে আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না বেলাজিয়ান স্ট্রাইকার।
উল্লেখ্য, ইব্রাহির বিরুদ্ধে আনা বর্ণবাদের অভিযোগকে নাকচ করে দিয়েছেন তিনি। বুধবার (২৭ জানুয়ারি) ইন্সটাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, জালাতানের দুনিয়ায় বর্ণবাদের কোনো স্থান নেই।
কোপা ইতালিয়ার ডার্বি ম্যাচটি ২-১ গোল ব্যবধানে নিয়েছে ইন্টার মিলান।