অটো পাস নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১১:৪০ এএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্থ। এমন অবস্থায় ডিজিটাল পদ্ধতিতে ফলাফল নিয়ে কোন বিরূপ মন্তব্য করবেন না। শিক্ষার্থীরা আরও বেশি ভেঙে পড়বে।
শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফলাফল হস্তান্তর ও প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখি হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন যাতে থেমে না যায়; গুরুত্বপূর্ণ একটি বছর যাতে নষ্ট না হয় তাই এভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন দেশেও করোনার কারণে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আমরাও বিশেষজ্ঞদের মতামত নিয়েই ফলাফল প্রকাশ করছি।
সমালোচকদের নিয়ে শেখ হাসিনা বলেন, এত কিছুর পরও অনেক মানুষ সমালোনা করবে। আমি জানতে চাই, শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমিত হলে এর দায় কে নেবে?
এসময় শিক্ষা প্রতিষ্ঠান খোল বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফ্রেবুয়ারি-মার্চ পর্যন্ত দেখব। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। এছাড়া শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।