অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে দেয়ালধসে মুসল্লি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার   আপডেট: ০৪:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

নগরের আগ্রাবাদ ডেবারপাড়ে সীমানা দেয়ালধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শহীদ উল্লাহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গাড়ী চালক বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

দেয়ালধসে আহতরা হচ্ছেন- আল আমিন ও মো. রাকিব উদ্দিন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আরেকজন আহতের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে আল আমিনের অবস্থার গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগ্রাবাদ ডেবার উত্তর পাড়ে পুরাতন একটি সীমানা দেয়ালধসে একজন নিহত হয়েছেন। তিনি পথচারী ছিলেন এবং জুমার নামায পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন। আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমানা দেওয়ালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত বলে জানিয়েছেন নিউটন দাস।