পোস্টার খুলে নিচ্ছে বিদ্যানন্দ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি হবে খাতা
ছবি ও লেখা: কমল দাশ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৫:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
চসিক নির্বাচনের পোস্টার খুলে নিচ্ছে বিদ্যানন্দ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি হবে খাতা
শেষ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটযুদ্ধ। ভোট মানেই পোস্টারের জঞ্জাল নগরজুড়ে। নগরের অলিগলি ভরে আছে পোস্টারে। সাধারণত দায়িত্ব থাকে সিটি কর্পোরেশনেরই, এই পোস্টার খুলে নেওয়ার। কিন্তু খোলা কি হয়? অনেক ক্ষেত্রেই হয় না। হলেও দায়সারা।
তবে এবার পোস্টার খুলে নিচ্ছে দেশে সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবীরা খোলা পিকআপ ভ্যানে চেপে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন সেই সব পোস্টার।
এর উদ্দেশ্য কেবলই যে পোস্টার অপসারণ তা নয়। বরং এই সব পোস্টারে তৈরি হবে খাতা। যা বিতরণ করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে।
পোস্টারের যে দিকটা সাদা সে দিকটায় লেখার সুযোগ পাবে এই শিশুরা।
এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পোস্টারগুলোও খুলে নিয়ে গিয়েছিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সে পোস্টারে তৈরি হয়েছিলো ১৮ হাজার খাতা। যা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।