বিদ্রোহী প্রার্থী মুন্নীর জয়লাভ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
ফেরদৌসী বেগম মুন্নী। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন টানা তিনবার।
বিএনপি শাসনামলেও নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে জিততে পারেননি। এ নির্বাচনে দলীয় সমর্থনের জন্য চেষ্টা করেও পাননি।
দলীয় নমিনেশন না পেলেও জনগণের চাহিদা পূরণে দলের বিপক্ষে গিয়ে মুন্নী নামেন ভোট যুদ্ধে এবং জয়লাভও করেন।
মুন্নীর মতো চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসাবে নির্বাচন করা প্রায় অধিকাংশ প্রার্থী জয়ী হয়েছেন। ২নং ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে এসরারুল হক এসরাল, ৯ নং ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন।