৮ বছরেই নেইমার-মেসিদের ছাড়ালো ব্রাজিলিয়ান বিস্ময়বালক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
বর্তমান সামাজিক মাধ্যমের যুগে শৈশব থেকেই প্রতিভাবানরা সবার নজরে চলে আসেন। ৮ বছর বয়সী ব্রাজিলের বিস্ময়বালক কাউয়ান বাসিল ব্যতিক্রম নয়। নামডাক আগেই শোনা গিয়েছিলো তার।
ইউটিউবের বিভিন্ন ভিডিওতে ইতোমধ্যে বাসিলের নৈপুণ্য দেখেছে ফুটবলপ্রেমীরা। এবার মেসি-নেইমারদের চেয়েও অল্প বয়সে বিশ্বখ্যাত স্পোর্টস প্রতিষ্ঠান নাইকির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাজিমাত করেছে এ বিস্ময়বালক।
স্পোর্টসভিত্তিক পোশাক ও গ্যাজেট নির্মাতা জায়ান্ট নাইকি আগামী ৩ বছরের জন্য স্পন্সরভিত্তিক প্রচারণায় চুক্তিবদ্ধ হয়েছে কাউয়ানের সাথে। সবকিছু ঠিকঠাক চললে আরও ২ বছর চুক্তির মেয়াদ বাড়বে।
বাসিলের বাবা আদ্রেজিনহো একজন পেশাদার খেলোয়াড় ছিলেন। তিনি ব্রাজিলিয়ান লিগের দল করিন্থিয়াসের হয়ে খেলেছেন। ছেলের বিশ্বসেরা হওয়ার সব যোগ্যতা রয়েছে এবং একদিন সে নেইমারদের মতো বিশ্ব মাতাবে বলে বিশ্বাস করেন তিনি।
ব্রাজিলের ফুটবল ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় কাণ্ডারি হিসেবে বিবেচনা করা হচ্ছে বাসিলকে। ইয়াং একাডেমি ফুটবলে তার খেলা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শক। ক্যামেরা নিয়ে এ বালকের নৈপুণ্য ও গোলের ভিডিও ধারণ করেন অনেক উৎসুক জনতা।
উল্লেখ্য, নাইকির সঙ্গে ১৫ বছর বয়সে মেসি এবং ১৩ বছর বয়সে নেইমার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছিলেন।