চসিক নির্বাচন বর্জন করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) রিটানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সকাল ৯টায় নির্বাচন চলাকালীন সময়ে পাহাড়তলী রেলওয়ে কলোনী হাসপাতাল ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে জান্নাতুল ইসলামের উপর হামলা করার অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, হামলায় আমার ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। এছাড়াও ২৫, ৩৯, ২৮, ২৯, ১৩, ১৪, ১৮ ও ১৯ নং ওয়ার্ডেসহ সব কেন্দ্রে আমার এজেন্টদের উপর হামলা, যারা কেন্দ্রের ভেতরে ছিল তাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। নৌকার সমর্থকরা ফিঙ্গার নেওয়ার পর ভোটারদের জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
এসব কারণে ভোট স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন চরমোনাই পীরের অনুসারী ইসলামি আন্দোলনের সমর্থনে মেয়র পদে নির্বাচন করা হাতপাখার প্রার্থী জান্নাতুল ইসলাম।