অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ৭ মার্চ

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার  

প্রেসিডেন্ট নির্বাচনের সময় পিছিয়ে মার্চের ৭ তারিখ নির্ধারণ করেছে বার্সেলোনা। করোনা ভাইরাসের কারণে সদস্যরা ডাকেযোগেও ভোট দিতে পারবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

২৪ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কাতালোনিয়া সরকারের করোনাকালীন বিধিনিষেধের কারণে যথাসময়ে তা হয়নি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ক্রীড়া সংগঠনগুলোর ক্ষেত্রে ডাকযোগে ভোট নেয়ার জন্য কিছু শিথিলতা আনার পর নতুন তারিখ ঘোষণা করা হয়।
সংশোধনী পর ৬৫ বছরের বেশি বয়স্ক ভোটারের জন্য ডাকযোগ ভোট দেয়ার ব্যবস্থা রাখছে বার্সেলোনা। মোট ছয়টি কেন্দ্রে নেয়া হবে ভোট। 

এপ্রসঙ্গে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, করোনার কারণে আমাদের তারিখ পেছাতে হচ্ছে। সবার সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই ৭ মার্চে নির্বাচন অনুষ্ঠিত হব। এসময়ের মধ্যে কাতালান সরকার, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সেরা উপায়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে ক্লাব।
 
ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে তিনজন প্রার্থী হলেন জোয়ান ল্যাপার্টা, ভেক্টর ফন্ট এবং টনি ফ্রেইক্সা।

গত মৌসুমি চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী হওয়ার পর থেকেই সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তামেউকে অপসারণের দাবি ওঠে। এক পর্যায়ে অনাস্তা ভোটের মাধ্যমে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চললে তিনি নিজেই পদত্যাগ করেন। তারপর থেকে অন্তর্বর্তীকালীন বোর্ড সদস্যদের দিয়ে চলছে বার্সেলোনা।