চসিক নির্বাচন: আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ০১:২৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের দুই পক্ষের সংঘর্ষে তারা নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলীর ইউসেফ আমবাগান কারিগরি স্কুল ভোটকেন্দ্রে সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন... চসিক নির্বাচন: পাহাড়তলীতে আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১
চসিক নির্বাচন: লালখানবাজারে সংঘর্ষে আহত ৫
চসিক নির্বাচন: টাইগার পাস মোড়ে দুই পক্ষের সংঘর্ষ
চসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে
অভিযোগ ওঠে, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীরা প্রথমে হামলা চালায়। সেসময় মো. আলম নামের একজন নিহত হন। এছাড়া দলটির দুই বিদ্রোহী প্রার্থীর অনুসারীরাও আহত হন।
এছাড়া ১৩ নং পাহাড়তলী আমবাগান এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন আলো (২৮) নামের একজন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ালে খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরের লালখান বাজারে শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজনকে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালাতে দেখা যায়।
এতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের এক সমর্থকসহ আহত হয়েছেন পাঁচজন। এছাড়া টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপি এবং আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।