কার্বন নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ১০০ মিলিয়ন পুরস্কার ঘোষণা মাস্কের
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ১২:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
সবচেয়ে কম কার্বন নিঃসরন প্রযুক্তি ব্যবহারের জন্য ১০০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন বিশ্বের ১ নম্বর ধনী এলোন মাস্ক। কার্বন ক্যাপচার স্টোরেজ (সিসিএস) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প-কারখানার অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন বন্ধ করা সম্ভব। এ লক্ষ্যে কারখানাগুলোকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেন স্পেস-এক্স ও টেসলার স্বত্তাধিকারী এ ধনকুবের।
পুরস্কারের কথা টুইট করে জানান মাস্ক। সিসিএস প্রযুক্তি নতুন ও ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব। তাই বিভিন্ন কারখানাকে এ প্রযুক্তি ব্যবহারে তিনি অর্থ সহায়তার প্রস্তাব দেন।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী মাস্ক ঘোষণা দেন, এক্সপ্রাইজ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অর্থ সহায়তা দিবেন। ফাউন্ডেশনটি প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নতির লক্ষ্যে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান।
নিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার উদ্দেশ্য ইলেকট্রিক পাওয়ার ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারযোগ্য গাড়ি তৈরি করে জলবায়ু সংকট নিয়ন্ত্রণে আনা। একথা আগেই জানিয়েছিলেন মাস্ক।