অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চসিক নির্বাচন: লালখানবাজারে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ১২:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরের লালখান বাজারে শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা চালাতে দেখা যায়। এতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের এক সমর্থকসহ আহত হয়েছেন ৫জন।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।  পরে বিজিবি-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

**চসিক নির্বাচন: পাহাড়তলীতে আ`লীগের দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

**চসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে

এর আগে বিএনপি সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনিকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি। 

তিনি বলেছেন,  আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কেন্দ্র দখল করে রেখেছে। তাকে ভোট দিতে দেয়নি। এজেন্ট ও কর্মীদের ভোট না দিতে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

এদিকে, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের দুই পক্ষে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘনায় আহত হয়েছেন আরও ৫ জন। সেখানেও পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।