চসিক নির্বাচন: পাহাড়তলীতে আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:১১ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ১২:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রাম সিটি নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের দুই পক্ষে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলীর ইউসেফ আমবাগান কারিগরি স্কুল ভোটকেন্দ্রে সংঘর্ষের সূত্রপাত হয়।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীরা প্রথমে হামলা চালায়। এতে দলটির দুই বিদ্রোহী প্রার্থীর অনুসারীরা আহত হয়।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, মো. আলম (২৫) নামে ঝাউতলা এলাকা থেকে একজনের মরদেহ আনা হয়েছে। লাশ মর্গে আছে।
ঘটনার পর দুই পক্ষ এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। বর্তমানে বিদ্রোহী দুই প্রার্থী মাহামুদুর রহমান ও কাজী অতনু জামানের অনুসারীরা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।