অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেন্দ্র দখল করে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ডা. শাহাদাতের

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার  

নগরজুড়ে ভোট কেন্দ্র দখল ও বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৭ জানুয়ারি) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়ার আগ মুহূর্তে এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমার বাড়ির ভোট কেন্দ্র থেকেও আমার এজেন্টদের ভোট শুরুর আগেই বের করা দেয়া হয়েছে। তাদের মারধর করা হয়েছে। পুলিশকে বললে তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রিসাইডিং অফিসাররাও উদ্যোগী ভূমিকা পালন করেননি। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত একটি চিত্র, ৮ থেকে ৯টা পর্যন্ত অন্যরকম চিত্র দেখা গেছে নগরজুড়ে।

ডা. শাহাদাত জানান, আমরা চেয়েছিলাম সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। কিন্তু নগরজুড়ে দেখতে পারছি ভোট ডাকাতির নগ্নতা। বহিরাগতদের কীভাবে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। কাল রাত থেকে বহিরাগতরা কেন্দ্র দখলে নিয়েছে।

ভোটের শেষ পর্যন্ত কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি ভোটারদের অনুরোধ করবো আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, সেন্টারে যান। শেষ পর্যন্ত কী হয় সেটা আমরা দেখতে চাই।