দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন পার ডা. শাহাদাতের
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
দিুশ্চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে নিয়েই সকাল শুরু হয় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের। আগের দিন গণসংযোগ আর নেতাকর্মীদের গ্রেফতার, এজেন্ট ঠিক করাসহ নানা ঝামেলায় দিন পার করেছেন। সকাল থেকে আসতে থাকে নানা অভিযোগ, নানা জায়গা থেকে। সারাদিন বাসায় বসে নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও সার্বিক খবরাখবর নিয়ে দিন পার করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় ছিলেন তিনি। এরপর দুপুরে লাভলেইন নির্বাচন অফিসে গিয়ে এজন্টদের গ্রেফতার বন্ধের দাবি জানান। এরপর সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিমন ভবনস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে অবস্থান নেন তিনি। এরপর সেখান থেকে তিনি বাসায় যান।
ডা. শাহাদাত হোসেন সেসময় সাংবাদিকদের জানান, এ পর্যন্ত তার ৫৬ জন এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, কেন নির্বাচন থেকে সরে দাড়াবো? যতই ষড়যন্ত্র হোক, শেষ পর্যন্ত মাঠে থাকবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো।