নেতাকর্মীদের সাথে আড্ডায় ভোটের আগের সারাদিন রেজাউলের
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৬:৫৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বুধবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট বুধবার (২৭ জানুয়ারি)। সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। সকল প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সারাদিন ফুরফুরে মেজাজে বাসায় নেতাকর্মীদের সাথে আড্ডায় কাটাতে দেখা গেছে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে।
নগরের বহদ্দার হাট এলাকায় নিজ বাসভবনে ছিলেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের দিনের কর্মসূচি সাজান। ভোটের দিন সকালেই নৌকায় নিজেদের ভোট দিয়ে পরিবার পরিজন ও প্রতিবেশীদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান নেতা কর্মীদের প্রতি। কোন অবাঞ্ছিত কেউ যাতে কোন গন্ডগোল পাকাতে না পারে সেদিকে সচেতন থাকতেও নেতাকর্মীদের বলেন তিনি।
এসময় সাংবাদিকদের কাছে নৌকার বিজয়ে শতভাগ আশাবাদ জানিয়ে বলেন, উন্নয়ন, সেবা ও আন্তরিকতার জবাবে চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন। বিএনপি জনরায়কে ভয় পায় তাই তারা নানা অজুহাতে নির্বাচন বানচাল করে প্রশ্নবিদ্ধ করতে চায়।
”প্রচারণাকালে তারা পোস্টার ছিঁড়ে, নির্বাচনী অফিস ভাঙচুর করে, এমনকি আমাদের কর্মীদের উপর হামলা করে আমাদেরকে উত্যক্ত করতে চেয়েছিল তারা। একটি অরাজক পরিস্থিতির উদ্ভব করে নির্বাচনকে বানচাল করতে চেয়েছে বিএনপি,” বলেন তিনি।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ উপস্থিত ছিলেন।