আহসান কবিরের কথায় শওকত আলী ইমনের সুর
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৬:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
আহসান কবির ও শওকত আলী ইমন
গীতিকার গান লিখবেন, সুরকার তাতে সুর মাখাবেন এটাই স্বাভাবিক। তবে আহসান কবিরের লেখা এই গান নিয়ে কেন এতো গাল-গল্প? কারণটা হচ্ছে, গান লেখা ও সুর দেয়ার গল্পটায় একটু বিচিত্রতা আছে। আহসান কবির আর শওকত আলী ইমন অনেক পুরনো বন্ধু। তবে কবির কিংবা ইমন কেউ কারো সঙ্গে কোনো কাজ করেননি এর আগে। পরিচয়েলর প্রায় ৩০ বছর পর বন্ধু শওকত আলী ইমনের জন্য প্রথম গান লিখলেন গীতিকার আহসান কবির।
অপরাজেয় বাংলাকে আহসান কবির জানালেন, তিনি বেশ উচ্ছ্বসিত। এই প্রথম দুজন একসঙ্গে কাজ করছেন।
আহসান কবিরের লেখা দুটো গান নিয়ে কাজ করছেন ইমন। এরমধ্যে একটি গান বুধবার (২৭ জানুয়ারি) বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির বাংলার গায়েন অনুষ্ঠানে প্রচার হবে।
গানের কথাগুলো জীবনের কথার সঙ্গে মিলে যায়। তাই গান নিয়ে বেশ আশাবাদী আহসান কবির। ফোনে শোনালেন দুটো অন্তরা-
প্রেমের গাছে আশার তাবিজ
আজো কেন বান্ধি
দুঃখ নদীর দুকূল ভাঙ্গে
যখন আমি কান্দি।