অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৪:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট বিতরণ

রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে ইভিএম মেশিনসহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।

 সকাল ১১টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল এন্ড কলেজ থেকে এসব সরঞ্জামাদি বিতরণ শুরু হয়।

চসিক নির্বাচনে এবার ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। নির্বাচনে ৭৩৫টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। চসিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

সরঞ্জামাদি বিতরণের কাজ পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে আবার সরঞ্জামাদিগুলো পরীক্ষা করে দেখা হবে। সমস্যা হলে তা দ্রুত সমাধান করে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।