অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেসমেকার বসানো রোগীদের আইফোন ব্যবহারে অ্যাপলের সতর্কবার্তা

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

আইফোন ব্যবহারকারীদের জন্য কঠিন সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শনিবার (২৩ জানুয়ারি) অ্যাপল সাপোর্ট পেইজে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, অস্বাভাবিক হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে শরীরে বসানো পেসমেকার ও ডিফাইব্রিলেশনের মতো মেডিকেল ডিভাইসে ক্ষতিকর প্রভাব ফেলে আইফোন। 

আইফোনগুলোতে চৌম্বক ও তরঙ্গ ব্যবহার করা হয়, যা তড়িৎ-চৌম্বকীয় নি:সরণ ঘটাতে পারে। ফলে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে শরীরে বসানো মেডিকেল ডিভাইসগুলোতে। 

বিশেষত আইফোন ১২ এর চারটি ডিভাইস ও ম্যাগসেফ চার্জারের বিষয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে অ্যাপলের সতর্কবার্তায়। কেননা নতুন আইফোনে আগের যে কোন ভার্শন থেকে বেশি চৌম্বক ব্যবহার করা হয়েছে। 

অ্যাপল জানায়, মেডিকেল ডিভাইসগুলোতে যে সেন্সর ব্যবহার করা হয় তা পার্শ্ববর্তী যে কোন চৌম্বক বা রেডিও তরঙ্গ থেকে প্রভাবিত হতে পারে। তাই আইফোন বা ম্যাগসেফ চার্জারকে মেডিকেল ডিভাইস বসানো হয়েছে এমন মানব শরীর থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। নির্দিষ্ট করে বললে সাধারণ অবস্থায় ৬ ইঞ্চি ও তারবিহীন চার্জিং অবস্থায় ১৫ ইঞ্চি দূরে রাখতে হবে আইফোন।

সিএনএন থেকে নতুন নিরাপত্তা গাইডলাইন সম্পর্কে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। 

এ বিষয়ে অবশ্য অনেকদিন ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছে। যাদের শরীরে মেডিকেল ডিভাইস বসানো হয়ছে তাদেরকে পকেটে মোবাইলে রাখতে নিষেধ করা হয়। 

সতর্কবার্তায় অ্যাপল জানায়, আপনার মেডিকেল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান বা চিকিৎসক থেকে নিশ্চিত হয়ে নিন আপনার স্মার্টফোন নিরাপদ দূরত্বে রাখতে হবে কিনা। যদি মনে হয় আইফোন বা ম্যাগসেফ চার্জার আপনার মেডিকেল ডিভাইসে প্রভাব ফেলতে তবে এগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। 

মেডিকেল ডিভাইস ছাড়াও ম্যাগসেফ চার্জার ব্যবহারেও সতর্ক থাকার কথা বলছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানায়, আইফোন ও ম্যাগসেফ চার্জারের মাঝে ক্রেডিট কার্ড, নিরাপত্তা ব্যাজ, পাসপোর্ট রাখা থেকে বিরত থাকুন। কারণ এগুলো মধ্যে থাকা চিপের ক্ষতি করতে পারে আইফোন ও ম্যাগসেফ চার্জারের চৌম্বক। 

গ্রাহকদের সতর্ক করে অ্যাপল জানায়, যদি আপনার মোবাইল কাভারে এ জাতীয় জিনিস রাখার জায়গা থাকে তবে চার্জ দেয়ার আগে অবশ্যই কাভারটি খুলে নিন।