মধ্যরাতে শেষ হচ্ছে চসিক নির্বাচনের প্রচার যুদ্ধ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার মধ্যরাতে। প্রচারণার শেষ দিনে নির্বাচন কমিশন (ইসি) নগরীর ৭৩৫টি কেন্দ্রে অনুশীলন বা মক ভোটের আয়োজন করে। আগামী বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শেষ দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের। কিন্তু পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে কোন ধরনের সংঘর্ষ ছাড়াই শেষ হয় প্রচারণা।
রবিবার (২৫ জানুয়ারি) থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল দেশের চলচ্চিত্র অভিনেতা রিয়াজ আহমেদ, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, মীর সাব্বির ও সায়মন সাদিক। এদের সঙ্গে যোগ দিতে ঢাকা থেকে সোমবার সকালে চট্টগ্রাম এসেছেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনও নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোন জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনও মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না। ওই সময়ে কোনও আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণও করতে পারবেন না।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে বন্দরনগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের দাবি ওঠে। এর প্রেক্ষিতে (২১ মার্চ) বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করা হয়। দীর্ঘ বিরতি দিয়ে ২৭ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হলে এ বছরের ৮ জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।