অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে ৭৩৫ কেন্দ্রে মক ভোটিং

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার  

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটারদের প্রশিক্ষণের জন্য সবগুলো কেন্দ্রে মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। তবে এখনও অনেক কেন্দ্রে পৌঁছায়নি ভোটের সরঞ্জামাদি।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মক (প্রতিকী) ভোটের ব্যবস্থা করে নির্বাচন কমিশন ।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, নগরীর ৭৩৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিংয়ে ব্যবস্থা রাখা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত।

প্রসঙ্গত, আগামি ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।