নীতিমালা পরিবর্তনে বিপুল গ্রাহক হারাচ্ছে ওয়াটসঅ্যাপ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
ওয়াটসঅ্যাপের নীতিমালা পরিবর্তিত হওয়ার কারণে সম্প্রতি গ্রাহকরা কয়েকটি ফিচার নিয়ে প্রশ্ন তোলে। এর যথাযথ উত্তর দিতে পারেনি তারা। এ ধারাবাহিকতায় চলতি মাসে ইতোমধ্যে কয়েক মিলিয়ন গ্রাহক হারিয়েছে ওয়াটসঅ্যাপ। সবচেয়ে বেশি ডাউনলোডের তালিকায় ৮ম অবস্থান থেকে ২৩ নম্বরে চলে গেছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।
২০২১ সালের শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষে থাকা ওয়াটসঅ্যাপ নিয়ে নানা সমালোচনা হতে শুরু করে। ব্যবহারকারীরা ধীরে ধীরে এ অ্যাপ ছেড়ে অন্য মেসেজিং অ্যাপে চলে যেতে শুরু করে। বাজারের অন্যতম স্থান দখল করে নেয় সিগন্যাল। ফেসবুক-ওয়াটসঅ্যাপের গোপনীয়তার সমালোচনা করে ধনকুবের এলোন মাস্ক এক টুইটে সবাইকে সিগন্যাল ব্যবহার করতে বলেন। এরপরই চলতি মাসে এর গ্রাহক সংখ্যা উল্লেখজনক সংখ্যায় বাড়ছে। বর্তমানে সিগ্ন্যালের গ্রাহক সংখ্যা ৭.৫ মিলিয়ন।
অপরদিকে ওয়াটসঅ্যাপের বাজার দখল করার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে টেলিগ্রাম। বর্তমানে অ্যাপটির গ্রাহক সংখ্যা ২৫ মিলিয়নের বেশি।