অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশে স্যাটেলাইট পাঠানোর রেকর্ড

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০১:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার

মহাকাশে একটি রকেটে করে ১৪৩টি স্পেসক্র্যাফট ও স্যাটেলাইট পাঠিয়েছে স্পেস-এক্স। রবিবার (২৪ জানুয়ারি) ফ্লোরিডা স্টেশন থেকে সেগুলো পাঠায় যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি। একযোগে এত সংখ্যক স্পেসক্র্যাফট ও স্যাটেলাইট পাঠানোর রেকর্ড এটি। নতুন স্মলস্যাট রাইডশেয়ার প্রোগ্রামের অংশ হিসেবে এগুলো পাঠায় ধনকুবের এলোন মাস্কের স্বত্তাধিকারী প্রতিষ্ঠানটি।

ফ্যাল্কন-৯ নামের একটি রকেটে করে এ ক্র্যাফটগুলো পাঠানো হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেস-এক্স জানায়, ফ্লোরিডার পূর্বের তীর থেকে  রকেটটি দক্ষিণ আকাশের দিকে উড়ে যায়।

পুনরায় উড্ডয়নযোগ্য এই রকেট ১৩৩টি বাণিজ্যিক এবং সরকারি স্পেসক্র্যাফট ছাড়াও ১০টি স্টারলিংক স্যাটেলাইট বহন করে। কোম্পানির একজন মুখপাত্র জানান, স্মলস্যাট রাইডশেয়ার প্রোগ্রামের উদ্দেশ্য হলো মহাকাশে ঘুর্ণনরত সব ছোট স্যাটেলাইট অপারেটরদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি করা।