মেসিবিহীন বার্সার এলচে জয়
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
সুপারকোপার ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে লিওনেল মেসিকে। রবিবার (২৪ জানুয়ারি) এলচের মাঠে লা লিগার ম্যাচে ২-০ ব্যবধানের জয় পেলেও কম ভোগান্তি পোহায়নি বার্সেলোনা।
দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও রিকি পুচের গোল এলচের বিপক্ষে লা লিগার শিরোপা দৌড়ে টিকিয়ে রেখেছে কাতালানদের। ১-০ গোলে এগিয়ে থেকে বেশ কয়েকবার এলচের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিলেন উমতিতি-আরজুয়েরা। জয় নিশ্চিত করতে তাই ম্যাচের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ জয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবার ৩ নামিয়ে আনে তারা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছিলো বার্সেলোনা। কিন্তু দেম্বেলে-গ্রিজমানরা কয়েকবার চেষ্টা করেও জাল খুঁজে পাচ্ছিলেন না। বেশ কয়েকবার ভালো সুযোগ পেলেও সেগুলো নষ্ট করেন তারা।
গোলের দেখা পেতে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে। বাঁ প্রান্ত থেকে ব্রাথওয়েটের ক্রস করেন। এলচে ডিফেন্ডারের মাঝ দিয়েই সবাইকে ফাঁকি দিয়ে বল লুফে নেন গ্রিজম্যান। গোলরক্ষকের সাথে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালের উদ্দেশ্যে পাঠান এ ফরাসি। গোললাইন পার হওয়ার আগে তাতে পা ছুঁয়ে দেন ডি ইয়ং।
দ্বিতীয়ার্ধে নিজেদের মাঠের দাপট দেখাতে মরীয়া হয়ে ওঠে এলচে। ৫৫ মিনিটে বার্সা গোলরক্ষকে একা পেয়ে শট করেন এলচের রিগোনি। কিন্ত পা দিয়ে ঠেকিয়ে দেন স্টেগ্যান।
৮৯ মিনিটের মাথায় কাতালানদের শিবিরে জয়ের বাদ্য বেজে ওঠে। এলচের রক্ষণকে দর্শক বানিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন ডি ইয়ং। মাত্রই মাঠে নামা রিকে পুচের দিকে ক্রস করলে ওই তরুণ সেনসেশন হেডে এলচের জালে বল পাঠিয়ে বার্সেলোনার ৩ পয়েন্ট নিশ্চিত করেন।