খুবি’র শিক্ষক শিক্ষার্থী বরখাস্ত-বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৭:২০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার
গত শনিবার (২৩ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের এক জন শিক্ষককে বরখাস্ত, দুই জন শিক্ষককে অপসারণ এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের পক্ষে দাবিদাওয়া তুলে ধরার 'অপরাধে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বক্তব্য বিশ্ববিদ্যালয়ের। যার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। তারা এ ঘটনাকে যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাকর বলে মত দিয়েছেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অবস্থান ও পরবর্তী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে অনলাইন প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি), সকাল ১১টায় ফেসবুকের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক University Teachers’ Network পেইজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর জানুয়ারি মাসে শিক্ষার্থীরা আবাসিক সঙ্কট সমাধানসহ কিছু বিষয়ে দাবিদাওয়া জানাচ্ছিলেন। সেগুলোতে এই শিক্ষকেরা সমর্থন জানানোতে কর্তৃপক্ষের রোষাণলে পড়েন। গত কয়েকমাসে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে এটাই প্রতীয়মান হচ্ছে যে, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিনজন শিক্ষককে প্রতিহিংসাপরায়ণভাবে শিক্ষকতা পেশা থেকে সরানোর চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের (আবাসন-সংকট সমাধানসহ অন্যান্য দাবি-দাওয়া) প্রতি সংহতি প্রকাশ যেকোনো শিক্ষকের সাধারণ কর্তব্যবোধের পরিচায়ক; আর ঐ শিক্ষকবৃন্দ সেটাই করেছিলেন, মত নেটওয়ার্কের।
সাধারণ শিক্ষকসুলভ আচরণকে কর্তৃপক্ষ যে বারংবার প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তার থেকেই আমরা বুঝতে পারি কর্তৃপক্ষের স্বার্থ ও উদ্দেশ্য নিবর্তনমূলক, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।