প্রথম দিন ভ্যাকসিন নেবেন নার্সসহ ২৫ জন, দ্বিতীয় দিন ৫০০
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৪:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার
দেশে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভ্যাকসিনেশন বা টিকাদান কর্মসূচিতে প্রথমদিনই নার্সের পাশাপাশি ভ্যাকসিন নিচ্ছেন আরও ২৫ জন। আর দ্বিতীয় দিনের তালিকাটি দীর্ঘ। ২৮ জানুয়ারি ৫০০ জনকে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে আসা করোনার কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। যেখানে স্বাস্থ্যকর্মী-চিকিৎসক ছাড়াও থাকবেন কয়েকজন সাংবাদিক ও শিক্ষকও।
রবিবার (২৪ জানুয়ারি) ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। গণভবন থেকে ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
**দেশজুড়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু ৮ ফেব্রুয়ারি
ভ্যাকসিন নেয়ার পর এক সপ্তাহ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে চলবে ভ্যাকসিন কার্যক্রম।
ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।
ভারত থেকে উপহার হিসেবে আসা সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিয়ে কর্মসূচি শুরু হবে।