অসুস্থ মালিকের অপেক্ষায় ছয়দিন হাসপাতালের বাইরে কুকুর
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ০৪:৫০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
কুকুরকে কেন প্রভুভক্ত প্রাণী বলা হয় তা আবারও প্রমাণ করলো তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলের কুকুর ‘বনকাক’।
১৪ জানুয়ারি বনকাকের মালিক চেমাল সেন্টার্ককে বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রেবজোনের সেন্টাল পার্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় বাড়ি থেকে পালিয়ে অ্যাম্বুলেন্সের পিছু পিছু হাসপাতাল চলে আসে কুকুরটি।
হাসপাতাল কর্তৃপক্ষ সেন্টার্কের পরিবারকে খবর দিলে তারা এসে নিয়ে যায় বনকাককে। কিন্তু কুকুরটি আবারও পালিয়ে আসতে সক্ষম হয় এবং প্রতিদিন হাসপাতালের সামনে অপেক্ষা করতে থাকে। সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আন্তার্জাতিক রোগী কেন্দ্রের পরিচালক মুরাত এরকান।
এরকান জানান, বাড়ি থেকে গাড়ির পিছন পিছন চলে আসে কুকুরটি। বনকাককে শান্ত করতে তার মালিককে জানালার পাশে আসতে দেই আমরা। তারপরও হাসপাতাল ছেড়ে যায়নি কুকুরটি। তার মালিককে ছয় দিন পর রিলিজ দেয়া হয়, ততদিন পর্যন্ত অপেক্ষা করেছে বনকাক।
হাসপাতালের সামনে অপেক্ষমান অবস্থায় সেখানের সব কর্মীর মন জয় করে নেয় কুকুরটি। সবাই তাকে খাইয়েছে ও দেখভাল করেছে বলেও জানান এরকান।
নয় বছর ধরে সেন্টার্কের সাথে আছে বনকাক। হাসপাতালে অবস্থানকালীন কুকুরটিকে নিজেও মিস করেছেন বলে জানান সেন্টার্ক।