অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা আক্রান্ত জিদান, থাকছেন না ডাগআউটে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১২:৫৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী এ ফরাসির কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে। কিন্ত জিজুর সর্বশেষ অবস্থা বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

দলের ম্যানেজার করোনা আক্রান্ত হলেও খেলোয়াড়দের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ কখন হয়েছে জানা যায়নি। জিদানের অনুপস্থিতিতে মাদ্রিদ শিবিরের কোচিং ব্যবস্থা নিয়ে কিছু বলেনি ক্লাব।

এক সপ্তাহের ব্যবধানে দুটি আসর থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই চাপে আছেন লস ব্লাংকোস কোচ। বুধবার (২০ জানুয়ারি) তৃতীয় সারির দল আলকোয়ানোর কাছে লজ্জাজনক হারে কোপা ডেল রে থেকে ছিটকে যায় জিজুর শিষ্যরা। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এর কয়েকদিন আগেই সুপার কাপে বিলবাওয়ের কাছে পরাজয় বরণ করে আসর থেকে বিদায় নিয়েছিলো অল হোয়াইটসরা।

জিদানের অনুপস্থিতিতে আজ শনিবার (২৩ জানুয়ারি) লা লিগায় আলাভেসের মাঠে খেলতে যাচ্ছে হ্যাজার্ড-বেনজেমারা। বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় এ খেলাটি শুরু হবে।