এখনই জিদানকে বহিষ্কারের কথা ভাবছে না রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
চলতি সপ্তাহে সুপারকোপায় বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২০ জানুয়ারি) কোপা-ডেল-রে’তে তৃতীয় সারির দল আলকানোর কাছে লজ্জাজনক হারের পর আসর থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট। কিন্ত এখনই কোচের দায়িত্বে থাকা জিনেদিন জিদানকে নিয়ে কিছু ভাবছে না লস ব্লাংকোস কর্তৃপক্ষ।
স্পেনের গণমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মৌসুমের মাঝামাঝিতে জিদানকে নিয়ে কিছু ভাবছেন না। চলতি ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এছাড়া মার্সেলো ও ইস্কোর ভবিষ্যত নিয়ে জানতে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান মাদ্রিদ সভাপতি।
লস ব্লাংকোসদের সামলাতে একজন মানসম্মত কোচ প্রয়োজন। পেরেজ তার দলের জন্যে তেমন কাউকে এখনই বেছে নেয়ার কথা ভাবছেন না।
বেনজেমা-এসেনসিওদের কোচ হওয়ার তালিকায় আগে মরিসিও পচেনিত্তোর নাম অনেকে পরামর্শ দিয়েছিলো। কিন্ত, সম্প্রতি তিনি পিএসজিতে যোগ দেন। তাই মধ্য মৌসুমে জিদানকে বিদায় জানালে কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস সম্ভাব্য প্রার্থী হতে পারেন। তবে রাউলের কোচিং অভিজ্ঞতা নেই এবং তিনি আহত রিয়ালকে কতটা সারিয়ে তুলতে পারবেন সে বিষয়ে যথেষ্ট শঙ্কা থেকেই যাচ্ছে।
কোপা ডেল রে ও সুপার কোপা থেকে ছিটকে গেলেও এখনও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে অল হোয়াইটসরা। অনেকে চ্যাম্পিয়ন্স লিগ মাস্টার হিসেবে জিদানের নাম উল্লেখ করে থাকেন। তাই শিরোপার আশায় মৌসুমের শেষ পর্যন্ত দেখা যেতে পারে এ ফরাসিকে।