অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যাচাই শেষে সংসদে তিন বিল, পাস হলেই এইচএসসির ফল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০২:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে জমা দেয়া হয়েছে এইচএসসি ও সমমান ফলাফল সংক্রান্ত তিনটি বিল। এগুলো পাস হলেই কেটে যাবে জটিলতা, ২৮ জানুয়ারি প্রকাশ করা যাবে ফল।

বিলগুলো হলো-
ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল-২০২১
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড সংশোধন বিল-২০২১ 
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড সংশোধন বিল-২০২১

আগের আইনে পরীক্ষা নেয়ার পর ফলাফল প্রকাশের বিধি ছিল। কিন্তু করোনার বিশেষ পরিস্থিতি বিবেচনায় আইনগুলোতে সংশোধন এনে ১৯ জানুয়ারি সংসদে বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিতে বিলগুলো পাঠানোর প্রস্তাব করলে তাতে সমর্থন জানান সব সংসদ সদস্য। 

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আর সেই লক্ষ্যে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিসভা।