রোনালদোর রেকর্ডের রাতে সুপার কাপ জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
নেপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপারকাপ জয় করেছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে সিরি-আ চ্যাম্পিয়নরা এ ট্রফি পুনরুদ্ধার করে। এ রাতে এক গোল করে চেক কিংবদন্তি জোসেফ বিকানকে (৭৫৯ গোল) ছাড়িয়ে যান রোনালদো। ৭৬০ গোল নিয়ে এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন।
বুধবার (২০ জানুয়ারি) রাতে সাসুওলোর মাঠ মাপেইতে নেপোলিকে ২-০ গোলে হারায় আন্দ্রে পিরলোর শিষ্যরা। এ নিয়ে ৯বার ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতলো ফিদাঞ্জাতা দা ইতালিয়ারা।
প্রথমার্ধে দুই দলই বলের নিয়ন্ত্রণে সমানভাবে নেয়ার চেষ্টায় ছিল। তবে, আক্রমণে এগিয়ে ছিল নেপোলি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ আটকে দেন জুভের গোলরক্ষক। হার্ভিং লোজানোর বুলেট হেড চমৎকারভাবে রুখে দেন উজচিয়েখ শেজনি। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে নেপোলি-জুভে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে শক্তিশালী হয় জুভেন্টাস। কিন্ত দ্য ব্ল্যুজ গোলরক্ষক ডেভিড অসপিনা গোললাইন থেকে ফিরিয়ে দেন জুভের বার্নারদেস্কির বাড়ানো বল।
ম্যাচের বয়স এক ঘণ্টা হলে জুভেন্টাস প্রথম গোলের দেখা পায়। ৬৪তম মিনিটে বার্নারদেস্কির করা কর্নার থেকে গোলমুখের সামনে অরক্ষিত দাঁড়িয়ে থাকা তারকা রোনালদো বাঁ পায়ের শটে ভেদ করেন গোল লাইন। জুভেন্টাস ক্যারিয়ারে এটি তার ৭৫তম গোল।
সমতা ফেরার দারুণ সুযোগ পেয়েছিল নেপোলি। ৭৮তম মিনিটে ম্যাককেনির ফাউলে ড্রিস মের্টেন্স ডি-বক্সে পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। কিন্তু পোস্টের বাইরে দিয়ে যায় ইনসিনিয়ের স্পট কিক।
পেনাল্টি মিস করে খেলার শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে নেপোলি। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে উলটো তাদেরকে গোল হজম করায় তুরিনের বুড়ি। ম্যাচের ইনজুরি সময়ের ৯৫ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বলে স্প্যানিশ ফরোয়ার্ড আলোভারো মোরাতা ব্যবধান দ্বিগুণ করেন। এ গোলে নিশ্চিত হয় সুপার কাপ। এ ট্রফি কোচ হিসেবে প্রথম জেতেন কোচ আন্দ্রে পিরলো। এর মাধ্যমে গত আসরের ফাইনালে নেপোলির কাছে পেনাল্টি শুট-আউট হারের শোধ নিলো জুভেন্টাস।
ম্যাচ শেষে পিরলো বলেন, একটি ট্রফি জেতা অনেক আনন্দের। একজন খেলোয়াড় হিসেবে জেতার চেয়েও কোচ হিসেবে জেতানোটা আরও দারুণ। সিরি আতে রোববার (১৭ জানুয়ারি) ইন্টারের কাছে হারের পর এ জয় ছিল খুব গুরুত্বপূর্ণ।