২৫ হাজার টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত, `বন্ধুত্বের খাতিরে`
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার আপডেট: ১২:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার
বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ পাঠাতে অনুমতি দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এই খবর দিচ্ছে।
সরকারি একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে বাংলাদেশ ২৫০০০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে, যেকোনো সময় পেঁয়াজগুলো বাংলাদেশ পৌঁছানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে এই পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে ওই সূত্রের বরাতে লিখেছে ডিএনএ ইন্ডিয়া।
জরুরি ভিত্তিত্তে পেঁয়াজগুলো বাংলাদেশে পাঠানো হবে। ডিএনএ ইন্ডিয়া বলছে, তথ্যটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের উভয় তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারত হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ ঘোষণা করে। এছাড়া বাংলাদেশে আসার জন্য অনেকগুলো পেঁয়াজবোঝাই ট্রাক সীমান্তে আটকা পড়ে। বৃহস্পতিবার সেসব পেঁয়াজ অনেকটাই পচে গেলে তা ফেলে দেয়া হয় এবং বাকিটা ভারতের স্থানীয় বাজারে বিক্রি করা হয় করে দেন ভারতীয় রপ্তানিকারকরা।
বাংলাদেশের পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত ঠিক কথা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কে জানানো হয়েছে বলে খবর দিতে বলা হয়েছে।