৭৫৩ ম্যাচে প্রথম লালকার্ড, ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ম্যাচের শুরুতে মেসির খেলা নিয়ে ছিল শঙ্কা। শেষমেশ মাঠে নামলেও বের হন বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে। এবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন এ আর্জেন্টাইন তারকা।
রবিবার (১৭ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া করে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে গোল হজম করা কাতালান প্রাণভোমরা মেসি মেজাজ হারিয়ে ফেলেন। অতিরিক্ত ৩০ মিনিটের শেষভাগে বার্সেলোনা একটি আক্রমণে যায়। তখন বিলবাওয়ের ভিলালিব্রে মেসিকে আটকানোর চেষ্টা করলে তাকে হাত দিয়ে চাটি মেরে ফেলে দেন এলএমটেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এ ঘটনা স্ক্রিনে যাচাই করে তাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন।
আর্জেন্টিনার হয়ে এর আগে দুই বার লাল কার্ড দেখেছেন মেসি। কিন্ত ১৬ বছরে বার্সেলোনার হয়ে ৭৫৩ ম্যাচ খেললেও ক্লাব ক্যারিয়ারে এবারই প্রথম লাল কার্ড পেলেন তিনি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্প্যানিশ ফুটবল ফেডারেশন ফাউল পর্যালোচনা করে ৬ বার ব্যালন ডি’অর জয়ী এ তারকার ২ ম্যাচ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে।