মানিকগঞ্জ
পায়ুপথে বাতাস দিয়ে কারখানার পরিচ্ছন্নতা কর্মী হত্যা, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার আপডেট: ০৯:৪০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
পায়ুপথে বাতাস দিয়ে জুলহাস (৩৯) নামের এক শ্রমিককে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
নিহত জুলহাস সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি গোলাড়া চরখন্ড এলাকায় আকিজ টেক্সটাইলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহাএ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি জানান, সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চরখন্ড এলাকায় আকিজ টেক্সটাইলের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে।
অভিযোগ করা হয়েছে, চার সহকর্মী মিলে পায়ূপথে বাতাস ঢুকিয়ে দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জূলহাস। এ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।
মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হলে ময়না তদন্তের জন্য তা জেলা হাসপাতাল মর্গে রাখা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত জুলহাসের স্ত্রী চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পরে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।