কর্মীরা সুখি কিনা জানাবে রিস্টব্যান্ড ‘মুডবিম’
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার আপডেট: ০২:৩৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
প্রথম দেখায় মনে হতে পারে ব্যায়াম ট্রাকিংয়ের জন্য বাজারে যেসব রিস্টব্যান্ড পাওয়া যায় তেমনই একটি। তবে নতুন রিস্টব্যান্ড ‘মুডবিম’ ব্যবহার হয় অন্য কাজে। এর মাধ্যমে অফিসের বসরা জানতে পারবেন তার কর্মী কতটা সুখি।
করোনা ভাইরাসের আবির্ভাবের পর থেকে পৃথিবীজুড়ে শুরু হয় হোম অফিস। যা এখনও চলছে অনেক জায়গায়। অফিসে থাকলে যেভাবে কর্মীদের কাজ পর্যবেক্ষণ করা যায় কিংবা তাদের মানসিক অবস্থা জানা যায় বাসায় কাজ করলে সেভাবে সম্ভব নয়।
এ ভাবনা থেকেই ‘মুডবিম’ তৈরি করেন ক্রিস্টিনা কলার ম্যাকহাগ। এই মুডবিমে আছে হলুদ ও নীল রঙের দুটি বাটন। হলুদ রঙের বাটন প্রেস করলে বুঝাবে কর্মী সুখি আছে আর নীল বাটনে বুঝাবে কর্মী অসুখি।
মোবাইলের অ্যাপের মাধ্যমে কাজ করা এই রিস্টব্যান্ডের জন্য বসানো লাগবে স্ক্রিন। যেখানে ড্যাশবোর্ড একযোগে ৫০০ জন কর্মীর মানসিক অবস্থা পর্যবেক্ষেণ করতে পারবেন বসরা।