গোলশূন্য ড্রতে শেষ হলো প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি যেভাবে উত্তেজনা ছড়ানোর কথা ছিলো সেভাবে পারেনি। দর্শকহীন মাঠের মতো ম্যাচটিও ছিল গোলহীন নিরব। তবে, গোলশূন্য ড্র করার পেছনে দুই দলের গোলকিপারের নৈপুণ্যের কথা উল্লেখ করতেই হয়।
নিজদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতা ভেঙ্গে শীর্ষস্থান পাকাপোক্ত করতে মাঠে নেমেছিলো ম্যানইউ। কিন্ত শেষ হাসি কেউ হাসতে পারেনি তারা। অন্যদিকে কাঠখোট্টা ড্র দেখতে হয় ফুটবল প্রেমীদের।
শনিবারের (১৭ জানুয়ারি) ম্যাচে টেবিলের শীর্ষস্থানে থেকেই লিভারপুলের মাঠে খেলতে যায় রেড ডেভিলরা। ওইদিন দ্বিতীয় অবস্থানে থাকা লিস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট ও তৃতীয় অবস্থানে থাকা লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে ছিল পগবা-ফার্নান্দেজরা।
অপরদিকে ম্যাচটি জিতলে গোল ব্যাবধান মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যেতো ইউর্গেন ক্লপের শিষ্যরা। তবে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের নৈপুণ্যে হার থেকে রক্ষা পায় রেডসরা, এ কথা বললে ভুল হবে না। তাই ম্যাচশেষে ম্যান অব দ্য ম্যাচ খেতাব পান এ ব্রাজিলিয়ান।
প্রথম ২০ মিনিটে লিভারপুল আধিপত্য বিস্তার করলেও ম্যাচজুড়ে ওলি গানারের শিষ্যরা লিভাপুলকে চাপে রাখে। টানা আক্রমনের পাশাপাশি পগবা ও হার্নান্দেজের দুটি শট সেভ করে নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে ফেরান বেকার। অপরদিকে ম্যানইউয়ের দে গিয়া স্প্যানিশ থিয়াগোর একটি শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন।
এ ড্রয়ে দুই দলই এক পয়েন্ট পেয়েছে। আগের মতো শীর্ষস্থানে রয়েছে রেড ডেভিলরা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দী ম্যানসিটি। অপরদিকে টানা ৪ ম্যাচ জয়ের দেখা না পাওয়া লিভারপুল পয়েন্ট টেবিলের ৪ নম্বরে নেমে এসেছে।