হজরত মুহম্মদ (সঃ) কে অবমাননার দায়ে এক ব্যক্তির ৭ বছর কারাদণ্ড
প্রকাশিত: ০১:১০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার আপডেট: ০৯:৪২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ইসলাম ধর্মের মহানবী হজরত মুহম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার কারণে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সামাজিক মাধ্যম ফেসবুকে ওই অবমাননামূলক মন্তব্যটি করেন পেশায় নিরাপত্তারক্ষী ওই ব্যক্তি।
মামলার আইনজীবী নজরুল ইসলাম শামীমকে উদ্ধৃত করে ঢাকা থেকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ফেসবুকে ওই অশ্লীল ও উষ্কানিমূলক পোস্টটি করেন জীবন কৃষ্ণ রায় নামের ব্যক্তিটি।
পরে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা হলে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া রায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং সাত বছরের কারাদণ্ড দেন।