সূর্যের আলোয় চলবে স্যামসাংয়ের নতুন রিমোট
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৬:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রোববার
চলতি বছর থেকে নতুন মডেলের ৪কে ও ৮কে কিউএলইডি টিভির সাথে সৌরবিদ্যুৎচালিত রিমোট দিচ্ছে স্যামসাং। বাজারে প্রথমবারের মত এ প্রযুক্তি নিয়ে এল তারা। এর ব্যবহার প্রতিবছর কয়েক টন বর্জ্য কমাবে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব হ্রাস করবে বলে দাবি করছে দক্ষিণ কোরীয় ভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠানটি।
সামনে থেকে দেখতে রিমোটটি সাম্প্রতিক অন্য স্মার্ট টিভি রিমোটগুলোর মতোই। তবে, এর উল্টো দিকে একটি সোলার প্যানেল বসানো রয়েছে। এ প্যানেলটি থেকে ভেতরে থাকা ব্যাটারী চার্জ হয়। ৩১ গ্রাম প্লাস্টিক দিয়ে তৈরি এ রিমোটের ২৮ গ্রামেই পুনরায় ব্যবহারযোগ্য উপাদান রয়েছে।
ভেতরে থাকা ব্যাটারীর লাইফ সাইকেল শেষ হবার আগে অন্তত ২ থেকে ৭ বছর এ রিমোট একটানা ব্যবহার করা যাবে। এরপর রিচার্জেবল ব্যাটারী পরিবর্তন করা যাবে। সূর্যের আলোতে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়ার পাশাপাশি দ্রুত চার্জিংয়ের জন্য রিমোটের নিচের অংশে ইউএসবি-সি পোর্ট রয়েছে।