ইংল্যান্ড ছেড়ে তুরস্কে যাচ্ছেন ওজিল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রোববার
মা-বাবা জার্মানির হলেও মেসুত ওজিলের দাদা তুরস্কের। জার্মান জাতীয় দলের হয়ে ২০১৪ ফুটবল বিশ্বকাপ জিতেছেন মেসুত ওজিল। স্পেন-ইংল্যান্ড ঘুরে শেষমেশ নাড়ির টানে তুরস্কে যাচ্ছেন এ মুসলিম তারকা ফুটবলার।
চলতি মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের সাথে ওজিলের চুক্তি শেষ হচ্ছে। রবিবার (১৭ জানুয়ারি) গানার সতীর্থদের বিদায় জানানোর কথা রয়েছে তার। গুঞ্জন রয়েছে, সাবেক জার্মান এ ফুটবলার ফ্রি ট্রান্সফারে এমিরেটস স্টেডিয়াম ছেড়ে তুরস্কের ফেনেবেইচে পাড়ি জমাচ্ছেন।
দ্য সান বলছে, রবিবার লন্ডনের কোলনি ট্রেনিং গ্রাউন্ডে ওজিল সতীর্থদের বিদায় জানাবেন। ২০২০ সালের শুরুতে চীনের উইঘুর মুসলিমদেরকে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন ওজিল। নানা বিতর্ক শুরু হলে আর্সেনাল মূল স্কোয়াডের বাইরে রাখা হয় তাকে। ২০২০ সালের মার্চে সবশেষ ৩২ বছর বয়েসী এ মিডফিল্ডার মিকেল আর্তেতার দলের হয়ে মাঠে নেমেছিলেন।
২০১৩ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান ওজিল। গানারদের জার্সি গায়ে ২৫৪ ম্যাচে ৪৪ টি গোল ও ৭৭ টি অ্যাসিস্ট রয়েছে তার।