চসিক নির্বাচনে প্রচারণায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিক্ষোভ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার আপডেট: ০১:০২ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
চট্টগ্রাম সিটি করর্পোরেশ নির্বাচনের শুরুর দিন অর্থাৎ গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছিল আশিকুর রহমান রোহিত (২২) নামের এক ছাত্রলীগ কর্মী। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে।
এদিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর খবরে নগরের চকবাজার, গুলজার মোড় এলাকায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
জানা যায়, চসিক নির্বাচনে প্রচারণার শুরুর দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সাথে নগরের দেওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় আশিকুর রহমান রোহিত। নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। তারপর থেকে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। টানা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় রোহিত।
নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র এবং বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসাবে পরিচিত রোহিত।
এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এর আগে গত ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে মহিউদ্দিন,বাবু এবং সাবু। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন।