রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৯:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসাও করেন।
তুরস্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বুধবার তার সাথে দেখা করলে তিনি এসব কথা বলেন।
এরদোয়ান - মোমেন বৈঠকে দু দেশের বাণিজ্যিক পণ্য আদান-প্রদানের বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ, আরো বেশী প্রতিনিধিদল পাঠানো এবং মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা, সংস্কৃতি ও সামরিক খাতে চলমান সহযোগিতা শক্তিশালী করার বিষয়েও কথা বলেন তারা।
এছাড়া আগামী বছরের গোড়ার দিকে ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরষ্কের রাষ্ট্রপতি ও বর্তমান চেয়ার এরদোগান যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি নতুন সদস্যরাষ্ট্র যুক্ত করে ডি-৮ সম্প্রসারণের ব্যাপারে জোর দেন। দু’দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবও দেন। যার মধ্যে আছে বিদ্যমান শুল্কবাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতের বিনিয়োগ। এছাড়া উভয় দেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের রাষ্ট্রপতি প্রস্তাব দেন।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসওলু উপস্থিত ছিলেন।