অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়ালকে থামিয়ে সুপারকোপার ফাইনালে বিলবাও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার  

বার্সা-রিয়াল মুখোমুখি লড়বে ফাইনালে সে স্বপ্ন ফুটবলভক্তমাত্রই দেখে। কিন্তু সকল সম্ভাবনা দেখা দিয়েও শেষ পর্যন্ত তা উবে গেলো। স্প্যানিশ সুপারকোপার দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। সেমিফাইনালে ছিটকে পড়লো রিয়াল মাদ্রিদ। রবিবার (১৭ জানুয়ারি)  দিবাগত রাত ২ টায় ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ বিলবাও।

খেলার শুরু থেকেই মাঠে বিবর্ণই লেগেছে রিয়ালকে। হ্যাজার্ড, বেনজেমাদের ছন্নছাড়া ফুটবল দেখতে হয়েছে ভক্তদের। অনেক প্রত্যাশা নিয়ে মাদ্রিদিস্তারা হ্যাজার্ডের দিকে তাকিয়ে থাকলেও গোটা ম্যাচে নিজেকে নিজেই যেনো খুঁজে পাচ্ছিলেন না এ বেলজিয়ান তারকা।

ম্যাচের ১৮ মিনিটেই প্রথম আঘাতের শিকার হয় লস ব্লাংকোসরা। রিয়ালের ডিফেন্স থেকে লুকাস ভাস্কেজের দুর্বল পাস দানি গার্সিয়া লুফে নেন এবং রাউল গার্সিয়ার উদ্দেশ্যে ডি-বক্সে বাড়িয়ে দেন। ঠান্ডা মাথায় গোলপোস্টের কোনায় বল পাঠিয়ে  বিলবাওকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান রাউল।

কারভাহালের অনুপস্থিতিতে মাঠে নামা লুকাস ভাস্কেজকে এই ম্যাচে পরিণত ডিফেন্ডার বলে চিহ্নত করবে না কেউই। আর বলা চলে, তারই খেসারত গুনতে হয়েছে দলকে। ম্যাচের ৩৮ মিনিটে দ্বিতীয় ভুলটি করেন তিনি। রিয়ালের ডি-বক্সে অ্যাথলেটিক বিলবাও তখন আক্রমণে। খেই হারিয়ে পেছন থেকে ইনিগো মার্টিনেজকে টেনে ফেলে দিলেন লুকাস। যেনো হাতে ধরে একটি পেনাল্টি উপহার দিলেন প্রতিপক্ষকে। আর সুযোগ পেয়ে দলের জন্য ব্যবধান আর নিজের জন্য গোলের পাল্লা ভারি করে নিলেন  রাউল গার্সিয়া। ম্যাচ স্কোর ২-০।

দ্বিতীয়ার্ধের খেলায় যা ঘটলো তাতে হয়তো ভাগ্যকে দুষতে চাইবে মাদ্রিদ। অল্প সময়ের ব্যবধানে পরপর দুবার এসেনসিওর শট বারে লেগে ফিরে আসে। অবশেষে ৭৩ মিনিটে রিয়ালের হয়ে বেনজেমা প্রথম গোলটি করেন। অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে যাচাই করলে স্কোর বোর্ডে রিয়ালের পাশে ১ টি গোল যোগ হয়। স্কোর তখন ২-১। 

খেলার শেষভাগে অল হোয়াইটসরা ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে বটে, তবে শেষরক্ষা হয়নি। বেশ কয়েকটি ভালো আক্রমণ গোলে পরিণত করতে ব্যর্থ হয় রামোস, বেনজেমারা। শেষ বাঁশি বাজলে হতাশ হয়ে মাঠ ছাড়ে র‍্যামোসরা। অপরদিকে, উল্লাসে ফেটে পড়েন গার্সিয়ারা।