অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘রিড লেটার’ ফিচার আনছে ওয়াটসঅ্যাপ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জনপ্রিয় অনলাইন মেসেজিং অ্যাপ ওয়াটসঅ্যাপ রিড লেটার ফিচার নিয়ে কাজ করছে। শিগগির এ ফিচার স্থায়ীভাবে নতুন সংস্করণে যুক্ত করা হবে। সবশেষ ওয়াবেটা ইনফোর ২.২১.২.২ ভার্সনে এ ফিচার পরীক্ষামূলকভাবে প্রকাশ করেছিল ফেসবুক মালিকানাধীন মোবাইল অ্যাপটি।

ওয়াটসঅ্যাপ স্ক্রিনের ওপরের দিকে আর্কাইভড মেসেজের পরিবর্তে এ ফিচার যুক্ত করা হবে। কোনো গ্রুপ বা একক ব্যবহারকারীকে আর্কাইভ করা হলে সেগুলো আর্কাইভড সেকশনে জমা হয়। কিন্ত তাদের কেউ নতুন মেসেজ দিলে চ্যাট লিস্টের ওপরের দিকে আবারও মেসেজ চলে আসে। এ কারণে অনেক ব্যবহারকারী বিরক্ত হন। এ ভোগান্তি দূর করতে অ্যাপ কর্তৃপক্ষ এ ফিচার আনছে।

রিড লেটার ফিচার যুক্ত হলে কোনো ইউজার বা গ্রুপের নতুন মেসেজ এলে গ্রাহক নোটিফিকেশন পাবেন না। এ মেসেজগুলোও চ্যাট স্ক্রিনের ওপরে দেখাবে না। তবে কেউ এ ফিচার ব্যবহার করতে না চাইলে সেটিংস থেকে বন্ধ করে রাখতে পারবেন।