ডাকযোগে বুলেট পেতেন হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০১:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়াঞ্জহুকে ভ্যানকুভারে গৃহবন্দী অবস্থায় ডাকযোগে বুলেট পাঠিয়ে হুমকি দেয়া হতো। বুধবার (১৩ জানুয়ারি) নিরাপত্তা সংস্থা ‘লায়ন্স গেট রিস্ক ম্যানেজমেন্ট’র চিফ অপারেটিং অফিসার ডগ মায়নার্ড ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে এই হুমকির তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, ২০২০ সালের জুন-জুলাই মাসে মেং এর বাসায় ছয়বার হুমকি দেয়া চিঠি আছে। সেখানে কয়েকবার বুলটও পাঠানো হয়েছিল। কিন্তু কেন বুলেট পাঠানো হয়েছে এ বিষয়ে ভ্যানকুভার পুলিশের ভূমিকা অস্পষ্ট।
হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তাকে কানাডার ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানায় আটক করা হয়। ইরানের সাথে লেনদেনে ব্যাংক জালিয়াতি ও এইচএসবিসির মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
মেং ওয়াঞ্জহুকে গ্রেফতার করার পর চীন ও কানাডার মধ্যে সম্পর্কে টানপোড়ন চলছে। বেইজিং থেকে বারবার তার মুক্তি দাবি করা হলে শেষ পর্যন্ত জামিন দেয়া হয় তাকে।
জামিনে মুক্তি পাওয়ার মেং ওয়াঞ্জহুকে কয়েকদিন পর ভ্যানকুভারে গৃহবন্দী করা হয়। যেখানে সকাল ৬ টা থেকে বেলা ১১ পর্যন্ত তার বাইরে যাওয়ার অনুমতি আছে। এছাড়া জামিনের শর্ত অনুযায়ী তাকে জিপিএস ট্রেকিং অ্যাঙ্কলেটও পরতে হয়।
এদিকে বুধবার (১৩ জানুয়ারি) মেং এর পরিবারকে কানাডার যাওয়া অনুমতি দিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা।