অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেকেন্ড ডিভিশনের দলের কাছে হেরে বায়ার্নের বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১২:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে বিদায় করে চমক দেখিয়েছে দ্বিতীয় বিভাগের দল হোলস্টেইন কিয়েল। জার্মান জায়ান্টকে টাইব্রেকারে পরাজয়ের স্বাদ দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় এ আন্ডারডগ দল।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়েও ২-২ গোলে সমতা থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শ্যুট-আউটে উভয় দল প্রথম ধাপে ৫ টি করে গোল করলে মিউনিখের হয়ে ষষ্ঠ গোলটি করতে ব্যর্থ হন মার্ক রোকা। একটি গোল করলেই জয় পাওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি কিয়েলের ফিন বার্টেল। ষষ্ঠতম শটটিকে গোলে পরিনত করলে ৬-৫ গোলের জয় পায় তারা। ২০০০-০১ মৌসুমের পর এবার বুন্দেসলিগার বাইরের কোনো দলের কাছে হেরে বিদায় নিল মিউনিখ।

এ পরাজয়ে বায়ার্ন মিউনিখের কোচ হ্যানসি ফ্লিক ব্যাপকভাবে মর্মাহত হয়েছেন। তিনি বলেন, ২-১ গোলে এগিয়ে থেকেও আমাদের নির্ধারিত সময়ের শেষভাগে গোল হজম করতে হয়। এরপর টাইব্রেকারে হেরে যাওয়া বিরক্তিকর।

মিউনিখ স্ট্রাইকার থমাস মুলার এ পরাজয়কে মর্মান্তিক বলে আখ্যা দেন। আন্ডারডগ কিয়েলের বিপক্ষে ভাগ্য তাদের সাথে ছিলো না বলে জানান তিনি।

বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখের সময়টা ভালো যাচ্ছেনা। গত শুক্রবার ( ৮ জানুয়ারি ) বুন্দেসলিগায় বরুশিয়া ময়েনচেনগ্লাডবাখের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল মুলাররা।