অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্টেগেন নৈপুণ্যে সুপারকোপার ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৬ এএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১০:৪২ এএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

প্রতিপক্ষ হিসেবে রিয়াল সোসিদাদ শক্ত হবে তা আগেই অনুমিত ছিল। তার উপর খেলেননি বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি। স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। জার্মান গোলরক্ষক টের স্টেগ্যানের নৈপুণ্য ফাইনালে নিয়ে যায় কাতালানদের।

মেসি শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় ওসমান দেম্বেলে, অ্যান্টোইন গ্রিজম্যান ও মার্টিন ব্রাথওয়েটকে নিয়ে আক্রমণভাগ সাজান রোনাল্ড কোমান। প্রথমার্ধে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকে সোসিদাদরা আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। 

ম্যাচের প্রথম গোল আসে বার্সেলোনার কাছ থেকে। খেলা ৩৯ মিনিটে গড়ালে গ্রিজম্যানের ক্রস থেকে হেডে গোল করে কাতালানদের এগিয়ে নেন ফ্যাংক ডি ইয়ং। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

তবে, গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লা রিয়াল খ্যাঁত সোসিদাদের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচের ৪৯ মিনিটের মাথায় ডি বক্সে হ্যান্ডবল করেন ডি ইয়ং। এতেই পেনাল্টি পেয়ে মিকেল ওয়ারজাবাল সমতায় ফেরান লা রিয়ালদের।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল আর গোলের দেখা না পেলে ম্যাচ সময়ের সঙ্গে আরও ৩০ মিনিট যোগ করা হয়।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারে নি। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। পেনাল্টি শ্যুট আউটে নিজেদের প্রথম তিনটি শটেই গোল করতে পারেনি সোসিয়েদাদ। বার্সা গোলরক্ষক দুবারই পরাস্ত করেন সোসিদাদ শুটারদের। একবার ডানদিকে আরেকবার বাঁদিকে ঝাপিয়ে পড়ে। 

বার্সাও নিজেদের প্রথম শটটি গোলে পরিণত করতে ব্যর্থ হয়। এরপরের শট দুটি গোল হলেও অ্যান্তোনি গ্রিজম্যানও গোল মিস করে বসেন। শেষে রিকার্দ পুইজ গোল করলে পেনাল্টি শ্যুট আউট ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

আজ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।