কাউন্সিলর প্রার্থী কাদেরসহ ১১ জন ৩ দিনের রিমান্ড
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ০৭:৩৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রাম নগরের পাঠানটুলী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের একজনকে গুলি করে হত্যার মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ১১ জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহদাত হোসন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ জন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আমরা দশদিনের রিমান্ড আবেদন করেছিলাম। এই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে পাঠানটুলীর মগ পুকুর এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত হন। একই ঘটনায় মাহবুব নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরকে দায়ী করেন। সকালে নিহতের ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।