অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমবাপেকে পেতে ছয় খেলোয়াড় বিক্রি করছে রিয়াল!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার  

ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে খেলছেন দেশটির ক্লাব পিএসজির হয়ে। গতি আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স গুড়িয়ে দেওয়া এ তারকাকে দলে ভেড়াতে আগ্রহী বিশ্বের বড় বড় সব ক্লাব।

২০১৮ বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়ার খেতাব জয়ের পর এ তরুণ সেনসেশনকে দলে ভেড়াতে আগ্রহী হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পিএসজির সাথে এ তারকার চুক্তি ২০২২ সালে শেষ হচ্ছে। নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না এ ফ্রেঞ্চ ইয়াংস্টার।

শোনা যাচ্ছে, ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের নতুন কোচ পচেত্তিনো এমবাপেকে রেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাই আগামী গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটের হট-কেক এমবাপেকে বার্নাব্যুতে নিয়ে আসতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে। ফলে অর্থের যোগান দিতে ছয় খেলোয়াড়কে বিক্রি করার কথা ভাবছে লস ব্লাংকোসরা। এ খবর প্রকাশ করে স্প্যানিশ গণমাধ্যম এএস।

২০১৭ সালে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিলো রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্ত রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান এ তারকাকে লুফে নিয়েছিল পিএসজি।

এবার এমবাপেকে পাওয়ার সুযোগ হারাতে চায় না মাদ্রিদ। ধারণা করা হচ্ছে এই তারকাকে পেতে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ হতে পারে। আর তা জোগাড়ে গ্যারেথ বেল, ইস্কো, জোভিচ, ক্যাবায়েওস, মার্সেলো ও ব্রাহিম ডায়াজকে বিক্রি করে প্রায় ১০০-১৫০ মিলিয়ন ইউরো জোগাড় করবে দলটি।

গ্যারেথ বেল চলতি মৌসুমের শুরুতে সাবেক ক্লাব টটেনহামে ধারে খেলতে গেলেও আগামী গ্রীষ্মেই ফিরবেন মাদ্রিদে। এ ওয়েলশ তারকার সঙ্গে বাকি ৫ জনকে বিনিময় করে এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করবে অল হোয়াইটসরা।

উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপ মাতানোর পর পিএসজির হয়ে ১৪৪ ম্যাচে ১০৪ গোল করেছেন কিলিয়ান এমবাপে।